হোম অন্যান্যসারাদেশ কুলিয়ারচরে পাওনা টাকার জন্য শিকলবন্দী এক ব্যাক্তি

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরে পাওনা টাকা আদায়ের নামে রতন মিয়া (৪৩), নামক এক ব্যাক্তিকে রাস্তা থেকে তুলে এনে একটি বাড়িতে শিকল দিয়ে পায়ে তালাবদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে।

রতন মিয়া উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মাতুয়ারকান্দা গ্রামের মৃত সাহেদ আলীর পুত্র বলে জানা যায়।

আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলার জাফরাবাদ গ্রামের নূরুল ইসলামের ছেলে সেলিম মিয়ার বাড়িতে তাকে আটক করে রাখা হয়। তবে ঠিক কত টাকার জন্য এভাবে শিকলবন্দী করে রাখা তা জানা যায়নি।

এ রিপোর্ট লিখা পর্যন্ত রতন মিয়া, জাফরাবাদ গ্রামে সেলিম মিয়ার বাড়িতে শিকল দিয়ে তালাবদ্ধ অবস্থায় রয়েছে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন