খুলনা অফিস :
নগরীর শিববাড়ি মোড়ে সাব্বির (২৬), নামে সোহাগ পরিবহনের এক হেলপারকে বাসের ভেতরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার বাড়ি বাগেরহাটের কচুয়া এলাকায়। গতকাল শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
সোহাগ পরিবহনের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে গাড়িটি (ঢাকা মট্রো ব-১৪-৭১৫৩) শিববাড়ি মোড়ে পাবলিক হলের কাছে এনে রাখা হয়। শুক্রবার সকালে বাসটির ঢাকার উদ্দেশে ছড়ে যাওয়ার কথা ছিল। ভোর বেলা একদল দুর্বৃত্ত বাসের মধ্যে ঢুকে তাকে হত্যা করে।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, রাতে সাহাগ পরিবহনের বাসটি ঢাকা থেকে আসার পর চালক ওই স্থানে বাসটি রেখে বাড়িতে যান। এসময় হেলপার সাব্বির বাসেই থেকে যান। সকালে আরেকজন চালকের বাসটি নিয়ে ঢাকায় যাওয়ার কথা ছিল।
ভোরের দিকে দুর্বৃত্তরা বাসের ভেতরে ঢুকে হেলপার সাব্বিরকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে অতিরিক্ত রক্তক্ষরণে বাসের ভেতরেই তার মৃত্যু হয়। সকালে অন্য কর্মীরা বাসে ঢুকে তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে চালকের আসনের পেছনে বাসের মেঝে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তার মাথাসহ শরিরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
s
