হোম অন্যান্যসারাদেশ কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
আজ ১২ ফেব্রুয়ারী শুক্রবার সকাল সাড়ে ৯ টায় কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। সকাল থেকে কালী বাড়ী সৈয়দ নজরুল ইসলাম চত্তরে, জেলা সহ বিভিন্ন উপজেলা হতে আগত সাংবাদিকরা এসে জড়ো হয়। পরে এক আনন্দ মিছিল ঈশাখাঁ রোড, নিউ মার্কেট, গৌরাঙ্গ বাজার মোড়, স্টেশন রোড হয়ে পূর্ণরায় কালী বাড়ী মোড়ে এসে শেষ হয়।
এরপর কিশোরগঞ্জ জেলা সহ বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিক নেতারা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আজ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছেন। সাগর- রুনির বিচার এখনো হয়নি এ দেশে। আমরা সব সময় ঐক্যবদ্ধ থাকলেই নানা প্রতিবন্ধকতা থেকে রক্ষা পাবো। দেশেকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদেরই নিতে হবে।
রেজাউল হাবীব রেজা এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, প্রধান আলোচক সাইফউদ্দিন আহমেদ লেনিন, সমন্বয়ক আমিনুল হক সাদী, হাফিজুর রহমান, আজিজুর রহমান, আনোয়ারুল হক আমান, মোহাম্মদ আরীফুল ইসলাম, নাঈমুজ্জামান নাঈম, ফারজানা আক্তার, জুয়েল মিয়া, আলী হায়দার শাহীন প্রমুখ।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন