মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত উক্তানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাফ্ফারা তাসনীন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, অফিসার ইনচার্জ কাজি গোলাম কবীর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি কালিপদ বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, অধ্যক্ষ এল জাকির হোসেন, মৎস্য কর্মকর্তা রাজকুমার বিশ্বাস, প্রাণী সম্পদ কর্মকর্তা বিনয় কৃষ্ণ মন্ডল, কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান, উপজেলা প্রকৌশলী মোঃ শওকত হোসেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ কামরুন্নেসা,উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, সমবায় কর্মকর্তা আশুতোষ কুমার মল্লিক, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, সাবরেজিস্ট্রার মোঃ রাসেল মল্লিক, প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহম্মদ পিকিং ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, শেখ রেজাউল কবীর, প্রভাষক এম এম নওশের আলী সহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
s
