হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় আইন শৃঙ্খলা বিষয়কসহ তিনটি মাসিক সভা

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি:

কলারোয়ায় আইন শৃঙ্খলা বিষয়কসহ তিনটি মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে পৃথক সময় সভা ৩টি অনুষ্ঠিত হয়।

বৃস্পতিবার(১০ ফেব্রুয়ারী) উপজেলা পরিষদ মিলনায়তনে পর্যায়ক্রমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা। প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত পৌর মেয়র ও নব-নির্বাচিত মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।

অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) জিল্লাল হোসেন,সিনিয়র মৎস্য অফিসার রবীন্দ্র নাথ মন্ডলসহ ইউপি চেয়ারম্যানগণ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় বক্তারা, জনপ্রতিনিধিসহ সকলকে স্ব-স্ব অবস্থান থেকে চলমান কোভিড-১৯ প্রতিষেধক ভ্যাক্সিন গ্রহন করতে জনসাধারনকে উদ্বুদ্ধ করার আহবান জানান।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন