খুলনা অফিস :
মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পরিমাপে কারচুপির দায়ে খুলনার দু’টি ইটভাটাকে জরিমানা করা হয়েছে। জেলার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া এলাকার মেসার্স নূরজাহান ব্রিকস-১ এবং কেবি বিক্সস নামের ইটভাটায় গতকাল বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে জরিমানা করে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জানা যায়, দীর্ঘদিন থেকেই প্রতিষ্ঠান দুটি ইটের পরিমাপের নিয়ম অনুযায়ী তৈরী না করে অতিরিক্ত লাভের আশায় ছোট সাইজে ইট তৈরী করে আসছিল। তাছাড়া ইট ভাটাগুলোতে কোন ধরণের মূল্য তালিকা প্রদর্শন করা ছিল না।
যার কারণে মূল্য তালিকা না সাঁটানোর অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে যথাক্রমে ১০হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা এবং পরিমাপে কম দেওয়ায় ৪০ হাজার করে মোট ৮০হাজার সহ সর্বমোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে এই জরিমানা করা হয়। একই সাথে ইট ভাটায় মূল্য তালিকা প্রর্দশন করতে নির্দেশনা দেয়া হয়।
s
