মাগুরা অফিস :
চাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে গণকমিটি মাগুরা জেলার উদ্যোগে মাগুরা প্রেক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে গণকমিটির আহবায়ক এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, গণকমিটির যুগ্ম আহবায়ক কাজী ফিরোজ, সদস্য সচিব এটিএম আনিসুর রহমান, যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু, বাংলাদেশ জাসদ মাগুরা জেলা শাখার বাহারুল হায়দার বাচ্চু প্রমুখ।
বক্তারা জানান, চাল-তেলসহ নিত্যপণ্যের দামের উর্দ্ধগতিতে মানুষের জীবন অসহনীয় হয়ে পড়েছে। অবিলম্বে চাল-তেলসহ নিত্যপণ্যের দাম কমানো, শ্রমিক-কৃষক মেহনতি মানুষের জন্য আর্মি রেটে রেশন বরাদ্দ করাসহ বাজার সিন্ডিকেটের হোতাদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানান।
s
