হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে আন্তঃ ইউনিয়ন ক্রিকেট ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে মুজিব জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার ৫০বছর পূর্তিতে উপজেলা পরিষদ আন্তঃ ইউনিয়ন ক্রিকেট ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২১ এবং উপজেলা অফির্সাস ক্লাব ব্যাডমিন্টন-২০২০ এর পুরস্কার বিতরন অনুষ্ঠান বুধবার রাত ১১টায় উপজেলা পরিষদ চত্তরে জাকজমক পূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেব প্রসাদ পাল। তিনি তার বক্তব্যে বলেন, খেলাধুলায় মানুষের আত্মশক্তি বৃদ্ধি করে।

খেলাধুলা পারে একটি মানুষকে সুস্থ সবল জীবন গড়তে। আপনাদের সন্তান সহ যুবসমাজ-কে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দুরে রাখতে হলে তাদেরকে খেলাধুলায় মনোযোগী করে গড়ে তুলার জন্য তিনি সকলের প্রতি উদ্যাত্ব আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ ও বাগেরহাটের সহকারি জেলা দায়রা জজ মোঃ খুরশিদ আলম।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাপ হোসেন টিপুর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জিএম মুজিবুর রহমান, সহকারী জজ মোঃ ইমরান হোসেন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মুহা. মুছাব্বেরুল ইসলাম, মোল্লাহাট উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মাফফারা তাসমিন, ফকিরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুস্তহীদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, অফিসার ইনচার্জ আবু সাইদ মোঃ খায়রুর আনাম, অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার, রেজাউল করিম ফকির, খান শামীম জামান পলাশ, মোঃ শহীদুল ইসলাম, মোঃ ইউনুস আলী শেখ, কাজি মোঃ মহসিন ও এ্যাডঃ হীটলার গোলদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ কুমার বিশ্বাস, শিক্ষা অফিসার আশিষ কুমার নন্দী, প্রাণী সম্পদ অফিসার ডা: পুষ্পেন শিকদার, ডা: শাহরিয়ার শামিম, সহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, গনমাধ্যমকর্মী সহ অসংথ্য ক্রীড়ামোদী দর্শক।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন