পিরোজপুর অফিস :
পিরোজপুরের কাউখালী উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একজোড়া ভাঙ্গা হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে। সোমবার
(০৮ ফেব্রুয়ারি) উপজেলার নাংগুলী সাহাপুরা গ্রামে একটি ঔষধের দোকানের সামনে থেকে হ্যান্ডকাফ জোড়া উদ্ধার করা হয়। তবে হ্যান্ডকাফ জোড়া কাদের এ বিষয়ে স্পষ্ট কোন তথ্য পাওয়া যায় নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৮টার দিকে স্থানীয়রা সদর ইউনিয়নের নাঙ্গলী শাহাপুরা বাজারের আলী হায়দারের ঔষধের দোকানের সামনে একটি তেতুল গাছের গোড়ায় ভাঙা অবস্থায় হ্যান্ডকাফজোড়া দেখতে পায়। পরে তারা স্থানীয় গ্রাম পুলিশকে খবর দিলে সেখান থেকে হ্যান্ডকাফজোড়া উদ্ধার করে কাউখালী থানায় পৌঁছে দেন।
থানা পুলিশের একটি সূত্রে জানা গেছে, রোববার বিকেলে (৭ ফেব্রুয়ারি ) পিরোজপুর ডিবি পুলিশের একটি দল মাদক উদ্ধারে গিয়ে উপজেলার সদর ইউনিয়নের বৌলাকান্দা বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে ৫০ পিচ ইয়াবা সহ ঝালকাঠীর রাজাপুর উপজেলার শুভ নামে এক মাদক বিক্রেতাকে আটক করেন। এ সময় আটক শুভর সহযোগী হিসাবে কিবরিয়া (২২) নামের এক যুবককে আটক করেন। এ সময় কিবরিয়ার হাতে হ্যান্ডকাফ পড়ানোর সময় সময় আটক কিবরিয়া হ্যান্ডকাফসহ সেখান থেকে পালিয়ে যায়।
বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আজ সকালে পরিত্যক্ত অবস্থায় ওই হ্যান্ডকাফজোড়া দেখতে পেয়ে স্থানীয় থানায় খবর দেয়। এ বিষয়ে জানতে কাউখালী থানার ওসির সরকারি মুঠোফোন নাম্বারে একাধীকবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেন নি।
এমনকি ডিবি পুলিশের ওসি’র সরকারি মুঠোফোন নাম্বারে ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়। তাই তাদের কোন বক্তব্য পাওয়া যায় নি। তবে নাম ও পদ প্রকাশ না করার শর্তে থানা পুলিশের এক কর্মকর্তা জানান, আজ সকালে স্থানীয় রফিক চৌকিদার ভাঙা ২টি হ্যান্ডকাপের টুকরা পেয়ে থানায় পৌঁছে দিয়েছেন। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
s