হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় কোভিড-১৯ টিকাদানের দ্বিতীয় দিনে ডাক্তার-পুলিশ কর্মকর্তাসহ ১৪ ব্যক্তির টিকা গ্রহন

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:

কলারোয়ায় কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ১৪ জন টিকা গ্রহন করেছেন। সোমবার(৮ ফেব্রুয়ারী) সকাল ৮ টা থেকে বেলা ৩টা পর্যন্ত টিকাদান কেন্দ্রে উপস্থিত হয়ে টিকা গ্রহন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) জিল্লাল হোসেনসহ বিভিন্ন বয়সের নিবন্ধনকৃত ১৪ ব্যক্তি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান টিকা গ্রহন শেষে আমি নিয়েছি..আপনি নিচ্ছেন তো..এই বার্তায়’ ফ্রন্ট লাইনার ছাড়াও ৪০ (চল্লিশ) বছরের উর্দ্ধে যে কোন ব্যক্তিকে ভ্যাকসিন গ্রহন করার আহবান জানান।

তিনি আরও বলেন, নিজে ভ্যাকসিন নিন এবং স্বজনদেরকে ভ্যাকসিন গ্রহনে উদ্বুদ্ধ করুন। উল্লেখ্য, কোভিড- ১৯ (করোনা ভাইরাস) টিকা কার্যক্রমের শুরুতেই প্রথম টিকা গ্রহন করেন তালা-কলারোয়া সংসদ সদস্য এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহসহ ২৫ জন বিভিন্ন বয়সের নারী-পুরুষ।

স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে এ পর্যন্ত ৭ হাজর ১৯০ ডোজ করোনা টিকা কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে বলে ডাক্তার জিয়াউর রহমান জানান। এ ছাড়া টিকা প্রদান কার্যক্রম পরিচালনার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন সকাল ৮ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত ৩টি টিকাদান কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে ২ জন নার্সসহ ৪ জন স্বেচ্ছাসেবক সেবা প্রদান করছেন বলে জানান।

তিনি আরও জানান, ইতোমধ্যে উপজেলার ১৬৩ জন করোনা ভাইরাসের টিকা গ্রহনের জন্য সরকারিভাবে নিবন্ধন করেছেন। কলারোয়ায় কোভিড- ১৯ ভ্যাকসিন টিকা প্রদান কার্যক্রমকে উপজেলাবাসি স্বাগত জানিয়ে আনন্দ প্রকাশ করেছেন।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন