হোম অন্যান্যসারাদেশ করোনাভাইরাস নির্মূল হলে বিদেশি কর্মী নিয়োগ। 
মালয়েশিয়া থেকে বাপ্পি দাস :
মালয়েশিয়া করোনা ভাইরাস এর কারণে বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলেও চাহিদা রয়েছে বিদেশি কর্মীর।
চাহিদা থাকা সত্ত্বেও করোনা সম্পূর্ণ নির্মূল না হওয়া পযন্ত নতুন করে কোন বিদেশি কর্মী নিয়োগ দেওয়া হবে না বলে জানান, দেশটির উদ্ভিদ শিল্প ও পণ্যমন্ত্রী দাতুক ডা. মোহাম্মদ খায়রুদ্দীন আমান রাজালী।
রোববার ৭ ফেব্রুয়ারী ফেলডা ইনাস উতারায় মরিচের একটি পাইলট প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী এ সব তথ্য জানান। তিনি আরো বলেন বিদেশি কর্মী  নির্ভর যে কয়টি সেক্টর আছে সেখানে করোনা প্রাদুর্ভাব হানা না দেয় তার জন্য কঠোর এস ও পি পালনের নিদেশনা দিয়েছে  সরকার। এস ও পি সফল হলে করোনা নির্মূল হলে সরকার ভেবে দেখেন বিদেশি কর্মী নিয়োগ এর বিষয়।
মন্ত্রী বলেন, তবে সকল ক্ষেত্রে মালয়েশিয়ান নাগরিকদের প্রাধান্য দেওয়া হবে। কিছু শূন্য পদ পূরনের জন মালয়েশিয়া বসবাস রত অবৈধ প্রবাসী দের বৈধতা দিয়ে নিয়োগ দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান মন্ত্রী।
তবে দেশটির সিনিয়র মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সবারি ইয়াকুব বলেছেন গতবছরের ডিসেম্বর পর্যন্ত ৩ লাখ ১২ হাজার ৬২৩ জন বিদেশি কর্মীদের কোভিট ১৯ পরিক্ষা করা হয়েছে। এর মধো ৬০৯৩ জনের কোভিট পজেটিভ পাওয়া গেছে। তবে এর মধ্যে কতজন বাংলাদেশী সেটা উল্লেখ করা হয়নি।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন