ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জে করোনার প্রথম ভ্যাকসিন নিলেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার। রোববার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেকস তিনি নিজের শরিরে ভ্যাকসিন গ্রহন করেই করোনা ভ্যাকসিন প্রদান কার্ষ্যক্রমের উদ্বোধন করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামিমা শিরিন লুবনা, হাসপাতাল স্বাস্থ্য কমিটির সদস্য মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শামিমা শিরিন লুবনা জানান, রোববার স্থানীয় সাংসদের শরিরে প্রথম করোনা ভ্যাকসিন প্রদানের মাধ্যমে এ কার্ষ্যক্রমের উদ্বোধন করা হয়। এ দিনে কালীগঞ্জের ১৫১ জনকে ভ্যাকসিন পুশ করা হবে। ইতোমধ্যে তাদের হাতে ৯’শ ৫৬ ভায়াল করোনা ভ্যাকসিন এসে পৌচেছে। প্রতি ভায়াল ভ্যাকসিন থেকে মোট ১০ জনকে দেয়া যাবে।
তিনি আরো জানান, হাসপাতালের অভিজ্ঞ সিনিয়র নার্স ডাক্তারদের মাধ্যমে করোনা ভ্যাকসিন পুশ করা হচ্ছে। টিকা গ্রহনকারীরা আধা ঘন্টা হাসপাতালেই অবস্থান করবেন। এছাড়াও টিকা গ্রহনকারীদের নিবিড়ভাবে সেবা ও পরিচর্ষা করার জন্য হাসপাতালের অভিজ্ঞ ডাক্তারদের নিয়ে একটি টিম গঠন করা হয়েছে। তারা সার্বক্ষনিক সেবা দিতে প্রস্তুত আছেন।
করোনা ভ্যাকসিন প্রদান উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুন কুমার দাস, ডাঃ অরুন কুমার দাস, ডাঃ সুলতান আহম্মেদ, ডাঃ খুরশিদ নাজনিন, ডাঃ সম্পা মোদক ও গনমাধ্যমের কর্মী সহ স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
s