হোম অন্যান্যসারাদেশ মাগুরায় ইট পোড়ানো আইনের ৮ (৩) (ঙ)  উপধারা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

মাগুরা অফিস :

মাগুরায় ভাটায় ইট পোড়ানো আইন ২০১৩ এর ৮ (৩), (ঙ), উপধারা বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ভাটা মালিক সমিতি।

আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে, বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতি মাগুরা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতি মাগুরা শাখার সভাপতি রবিউল হক, ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম প্রমুখ। মানববন্ধন শেষে বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতি মাগুরা শাখা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি পেশ করে।

সমাবেশে বক্তারা জানান, পরিবেশ অধিদপ্তর হতে ছাড়পত্র না পাওয়াতে নানাভাবে হয়রানির শিকার হচ্ছে ভাটা মালিকদের। প্রশাসন প্রতিনিয়ত ভাটা গুলো ভেঙ্গে দিচ্ছে। যার ফলে আর্থিকভাবে ভাটা মালিকরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। শুধুমাত্র মাগুরা জেলায় প্রায় এক লক্ষ শ্রমিক ভাটার উপর নির্ভরশীল। ভাটা বন্ধ হয়ে গেলে এসব শ্রমিক বেকার হয়ে পড়েবে। এসময় সমাবেশে ইটভাটার মালিকরা দাবি করেন, শর্ত শিথিল করে জিগজ্যাগ ইটভাটার ক্ষেত্রে নির্দিষ্ট এলাকার দূরত্ব ১ হাজার মিটারের পরিবর্তে ৪৫০ মিটার করা হোক।

প্রসঙ্গত, ২০০২ সালে পরিবেশ মন্ত্রণালয় একটি পরিপত্র জারী করলে ভাটার মালিকগণ ১০২টি স্থায়ী চিমনীর পরিবেশ বান্ধব ভাটা স্থাপন করে। পরবতীতে ২০১০ সালে সরকারিভাবে পুনঃরায় পরিবেশবান্ধব জিগজ্যাগ ভাটা স্থাপনের নির্দেশ দেওয়া হয়। যাহা বাস্তবায়ন করতে ইটভাটার মালিকগণের এক কোটির অধিক টাকা ব্যয় হয়। ২০১৩ সালে ইটভাটা নিয়ন্ত্রণ আইনের জিগজ্যাগ ভাটা বৈধ পদ্ধতির উল্লেখ থাকলেও ওই আইনের ৮ নং ধারার কারণে দেশের অধিকাংশ ইটভাটার মালিকগণ ছাড়পত্র ও লাইন্সেস পাচ্ছেন না।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন