মান্না দে, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলা চৌরাস্তা মোড় নামক বাজারে অবস্থিত শতবছরের শিরিশ গাছে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনাটি ৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে ঘটেছে।
এ ঘটনায় উপজেলা চৌরাস্তা মোড় এলাকা আতংকগ্রস্থ হয়ে পড়ে। আগুন লাগার পর স্থানীয় আগুন নেভাতে চেষ্টা করে। পরে বাগেরহাট ফাইয়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। দোকানদান মিলন খান জানান, একটি ইন্টারনেটের লোকজন এদিন দুপুরে ইন্টারনেট সংযোগের কাজ করে চলে যাওয়ার পর এ ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে ফায়ার সাভিসের ষ্টেশন অফিসার শহিদ আমিনুল ইসলাম, প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে যে বিদ্যুতের সর্ট সার্কিটের কারনে এ ঘটনা ঘটতে পারে। উল্লেখ্য, উপজেলার চৌরাস্তা মোড় নামক স্থানে দীর্ঘদিন ধরে অত্যান্ত ঝুকির মধ্যে রয়েছে এই শতবছরের শিরিশ গাছটি। যে কোন মুহুর্তে গাছের মোটা ডাল ভেংগে পড়া সহ গাছটি উপড়ে পড়ার সম্ভবনা রয়েছে। পাশপাশি একটি বিদ্যুতের পোল রয়েছে গাছের সাথে। যার ফলে বিদ্যুতের সর্ট সার্কিটের কারনে এ ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী ধারনা করছেন।