ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে ২০২০-২০২১ অর্থ বছরের স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেন্স প্রজেক্টে এর আওতায় এক দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে ৩ ফেব্রুয়ারী বেলা ১১টায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি বিভাগের পরিচালক, প্রশাসন ও অর্থ উইং কৃষিবিদ কাজী আব্দুল মান্নান।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাছরুল মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম, উপ-পরিচালক, অতিরিক্ত পরিচালকের কার্যালয়, কৃষিবিদ মোঃ হাসান ওয়ারিসুল কবীর, অতিরিক্ত উপ-পরিচালক, কৃষিবিদ সঞ্জয় কুমার দাস (প্লান্ট প্রোটেকশন) অতিরিক্ত উপ-পরিচালক, কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন (শস্য)।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় দত্তের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি অফিসার বিপুল পাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শারমিনা শামীম, চাষী আরব আলী প্রমূখ। অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে সেক্স ফেরোম্যান ফাঁদ বিতরণ করা হয়।
s