হোম অন্যান্যসারাদেশ পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন জেলা আ’লীগ সভাপতি মুনসুর আহমেদ

দেবহাটা প্রতিনিধি :

সাতক্ষীরা বাসীকে শোকের সাগরে ভাসিয়ে দেবহাটার পারুলিয়াস্থ বাসভবনের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিন বঙ্গের বর্ষিয়ান রাজনীতিবীদ, সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক প্রশাসক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় দেবহাটা উপজেলার পারুলিয়া ফুটবল মাঠে লাখো ভক্তের উপস্থিতিতে দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে জননেতা মুনসুর আহমেদের দাফন সম্পন্ন হয়। বিদায় বেলায় তাকে শেষ বারের মতো দেখতে এবং শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন সকল শ্রেনি পেশার মানুষ।

এসময় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা -০৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি, সাতক্ষীরা -০১ আসনের সাংসদ অ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) নজিবুল ইসলাম, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি খালেদ হোসেন নয়ন, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. স.ম গোলাম মোস্তফা, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়ার প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু, শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি সাইফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক এএইচ সোহাগ, কৃষকলীগের আহ্বায়ক নির্মল কুমার মন্ডল, সদস্য সচিব হুমায়ুন কবির হীম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম খোকন, সাধারণ সম্পাদক লোকমান কবীরসহ জেলা ও উপজেলা বিভিন্ন ইউনিটের দলীয় নেতাকর্মী ও সকল শ্রেনিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

জানাযা নামাজের আগমুহুর্তে মোবাইলে অডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।

এসময় সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপিসহ কুমিলা-০১ আসনের সাংসদ ইউসুফ আব্দুল্যাহ হারুন এমপির পক্ষ থেকে সাতক্ষীরা পপুলার লাইব্রেরীর স্বত্তাধীকারী ছফিউল্লাহ ভুঁইয়া সাগর, দেবহাটা উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার (অ:দা:) নজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের পক্ষে সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা জননেতা মুনসুর আহমেদের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য, সোমবার রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে রাজধানী ঢাকার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন বর্ষিয়ান রাজনীতিবীদ মুনসুর আহমেদ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। এর আগে করোনাক্রান্ত হয়ে সাতক্ষীরার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন