হোম অন্যান্যসারাদেশ খুলনায় সাড়ম্বর আয়োজনে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খুলনা অফিস :

খুলনায় কেককাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক যুগান্তরের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার খুলনা ব্যুরো অফিসের উদ্যোগে বেলা ১২টায় খুলনা প্রেস ক্লাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় রাজনৈতিক সামাজিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাবেক মেয়র ও নগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জাতীয় পার্টির জেলা সভাপতি শফিকুল ইসলাম মধু, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান জামাল, নগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ, বিএনপি নেতা মোল্লা খায়রুল আলম, শামসুল বারী, এনামুল হক সজল, কাজী ওয়াইজ উদ্দিন আহমেদ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, সাবেক সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজা, কেইউজের সভাপতি মাহবুবুল আলম সোহাগ, এমইউজের সভাপতি আনিসুজ্জামান, দৈনিক সময়ের খবরের সম্পাদক তরিকুল ইসলাম, সাংবাদিক নেতা মকবুল হোসেন মিন্টু, শেখ দিদারুল আলম, শেখ আবু হাসান, মোঃ শাহ আলম, মোঃ আবু তৈয়ব, সাংবাদিক নুর হাসান জনি, আশরাফুল ইসলাম নুর, বিএইচ সজল, এইচ আর তানজির, খুলনা ব্যুরোর সিনিয়র রিপোর্টার মোস্তফা কামাল আহমেদ, রিপোর্টার আহমদ মূসা রঞ্জু ও নূর ইসলাম রকিসহ স্থানীয় ও জাতীয় পত্রিকা এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন