মাগুরা অফিস :
মাগুরায় নারীর ক্ষমতায়ন, শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে ও নারী নির্যাতন প্রতিরোধে ভূমিকা রাখতে তিন মাসব্যাপী কারাতে প্রশিক্ষণ শেষে কাতা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে ‘পরিবর্তনে আমরাই’ সংগঠনের উদ্যোগে স্থানীয় শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে প্রশিক্ষণপ্রাপ্ত ৫৭ জন কিশোরী এ কাতা প্রদর্শনীতে অংশ নেয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি নাহিদুর রহমান দুর্জয়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মাগুরা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি প্রফেসর ড. নাছরিন আক্তার।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুলিয়া সুকায়না, নারী নেত্রী মমতাজ বেগম, জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস, জাতীয় কারাতে জাজ রফিকুল ইসলাম ও সাংবাদিক রূপক আইচ।
আয়োজক নাহিদুর রহমান দুর্জয় জানান, নারীর ক্ষমতায়ন, আত্মরক্ষা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে মাগুরাতে প্রথমবারের মতো নারী কারাতে প্রশিক্ষণের আয়োজন। প্রশিক্ষণে নারী নির্যাতন, ইফটিজিং প্রতিরোধে নারীদের আত্মরক্ষার নানা কলাকৌশল শেখানো হয়েছে।
s
