হোম অন্যান্যসারাদেশ পাকুন্দিয়ায় সাবেক সাংবাদিকের ব্যাতিক্রমধর্মী বিয়ে

 

মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কোদালিয়া গ্রামের মোঃ জাকির হোসেনের ছেলে দৈনিক জনকন্ঠের সাবেক স্টাফ রিপোর্টার, বর্তমানে আর্টিকেল নাইন্টিনে কর্মরত আশারাফুল শুক্রবার দুপুরে নিজ বাড়ি থেকে ঘোড়ার পিঠে চড়ে বরযাত্রা শুরু করেন।একই উপজেলার ঘাগড়া গ্রামের প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীর মেয়ে নববধূকে নিয়ে পালকিতে করে নিজ বাড়িতে ফিরে আসেন। ব্যতিক্রমী এ বিয়ে দেখতে ভিড় জমায় এলাকার শতাধিক মানুষ।

প্রবীণরা বলছেন, একটা সময় এমন দৃশ্যের কত বিয়ে দেখেছি। আজ হারিয়ে গেছে সেসব বিয়ে।

বর বলেন, ছোটবেলায় ঘোড়ার পিঠে চড়ে ও পালকিতে বিয়ের কথা অনেক শুনছি। এখন বিয়েতে সে রকম আয়োজন হয়না। আমার স্বপ্ন ছিল, আমার স্ত্রীরও ইচ্ছে ছিল পালকিতে করে শ্বশুরবাড়ি আসবে। আমি চেষ্টা করেছি তা পূরণ করতে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবুল খায়ের গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু সাইদ চৌধুরী, স্টেট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ার কবির রুমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. সাদেকুল ইসলাম, ইউনাইটেড ট্রাস্টের এক্সিকিউটিভ ডিরেক্টর বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ফজলুর রহমান প্রমুখ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন