হোম অন্যান্যসারাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবের জীবনী নিয়ে জারী গেয়ে মাতালের কৃষক কবি ইকবাল

নড়াইল অফিস:

নড়াইলের নিভৃত এক পল্লির কৃষক কবি ইকবাল হোসেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবন ইতিহাস নিয়ে জারী গেয়ে এলাকা মাতালেন। বৃহস্পতিবার(২১জানুয়ারী) সন্ধায় নড়াইল সদরের দিঘলিয়া স্ট্যান্ডে এই অখ্যাত কবির গান পরিবেশনে বিমোহিত হয় গ্রামের মানুষ।

অনাড়ম্বর এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলা বাউল গানের দল। সুচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু,কবি যাযাবর মুনীর,কবি মাহাবুবুর রহমান। ৪০ মিনিটের এই জারীতে কৃষক কবি ফুটিয়ে তুলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের পুরো সংগ্রামী জীবন ও হত্যাকান্ডের কাহিনী। কৃষক কবি ইকবালের গান শুনতে পুরো এলাকার হাটের মানুষও রাস্তার দাড়িয়ে পড়ে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন