নড়াইল অফিস:
মুজিব বর্ষে গৃহহীনদের ঘর নির্মান প্রকল্পে সরকার ঘোষিত কর্মসূচীতে নড়াইল জেলায় দুই দফায় মোট ৩’শ ২৫টি ঘর নির্মান করা হবে। আগামী ২৩ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রথম পর্যায়ের ঘরের অর্থ এবং জমির কাগজ হস্তান্তর করবেন। এ সংক্রান্ত তথ্য প্রদান করে বৃহস্পতিবার(২১ জানুয়ারী) সংবাদ সম্মেলন ও মতবিনিময় করেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিঃ জেলা প্রশাসক মো.ইয়ারুল ইসলাম,অতিঃ জেলা প্রশাসক মো.ফখরুল হাসান,নড়াইল জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা কামাল,নড়াইল প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামীমূল ইসলাম প্রমুখ,দৈনিক ওশান সম্পাদক এড.আলমগীর সিদ্দীকি,নড়াইল বার্তা সম্পাদক মো.হাফিজুর রহমান প্রমুখ।#