নিজস্ব প্রতিনিধি:
আর মাত্র এক দিন পরেই মাথা গোঁজার ঠাই হচ্ছে সাতক্ষীরার হত দরিদ্র ভুমিহীন ও গৃহহীন ১ হাজার ১৪৯টি পরিবারের । এর মধ্য দিয়ে জাতির পিতার স্বপ্ন ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির বাস্তব রূপ নিতে যাচ্ছে। আগামী ২৩ জানুয়ারী ভিডিও কনফান্সে’র মাধ্যমে যুক্ত হয়ে বাড়িগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন এসব কথা জানান- জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
এ সময় তিনি আরও বলেন, মুজিববর্ষে ভ‚মিহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের এসব ঘরের গুনগতমান ঠিক রাখার জন্য সার্বক্ষনিক তদারকির করা হয়েছে এবং প্রতিটি বাড়ি নির্মানে খরচ হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা। যার মধ্যে দুটি কক্ষ, একটি রান্নাঘর ও একটি বাথরুম রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তানজিলুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মমর্তা দেবাশীষ চৌধুরী।