হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে এসবিএসি ব্যাংক লিমিটেডের উদ্যোগে কম্বল বিতরণ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের সিএসআর কর্মসূচীর আওতায় হত দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়। ২০ জানুয়ারী বেলা ৩টায় লখপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক লিঃ এর পরিচালক বেগম সুফিয়া আমজাদ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম গোলাম রব্বানী, ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মোঃ মোজাফফর মোড়ল (রনি), ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম শেখ প্রমূখ।

জানা গেছে, সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক লিঃ এর পক্ষ থেকে ধাপে ধাপে প্রায় ২০হাজার হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হবে। কম্বল বিতরণ শেষে সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক লিঃ এর পরিচালক সুফিয়া আমজাদ বলেন, হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ সহ সমাজের অসহায়দের মাঝে সহযোগিতা করে আসছি। বৃত্তবান সকলে যদি হতদরিদ্রদের পাশে এসে দাঁড়ায় তবে তারা কিছুটা হলেও উপকৃত হবে। আমি আশা রাখি বৃত্তবান ব্যক্তিবর্গ অসহায় ও হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়াবেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন