কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় আওয়ামীলীগের উদ্যোগে নৌকা প্রতীকের সমর্থনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৮ জানুয়ারী) বিকালে পাবলিক ইনস্টিউট চত্বরে অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতারুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী মাস্টার মনিরুজ্জামান বুলবুল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলিমুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান যুবলীগ সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা।
উপজেলা যুবলীগ নেতা শেখ মাসুমুজ্জামান মাসুমের পরিচালনায় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আ’লীগের যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু, সাংগঠনিক সম্পাদক বেনজীর হোসেন হেলাল, আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাহাবুবর রহমান মফে, আ’লীগ নেতা কপাই সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, আ’লীগ নেতা আবু বক্কর সিদ্দীক লাভলু, মাস্টার আজিজুর রহমান, মাস্টার হাফিজুর রহমান, সাংবাদিক আব্দুর রহমান, মফিজুল ইসলাম, আ: মাজেদ বিশ্বাস, পৌর আ’লীগ সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, কাউন্সিলর প্রার্থী আ’লীগ নেতা আকিমুদ্দীন আকি, মফিজুল ইসলাম, মেজবাহ উদ্দীন নিলু, আ’লীগ নেতা আব্দুস সালাম, যুবলীগ নেতা গোলাম সরোয়ার, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আশিকুর রহমান মুন্না,ছাত্রলীগ নেতা ফাহিমসহ কর্মী সমর্থকবৃন্দ। বক্তারা, আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে কেন্দ্রীয় আ’লীগ সভানেত্রী প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মনিরুজ্জামানকে বিজয়ী করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তৃনমূলসহ দলীয় সকল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।