এম,এম সাহেব আলী, আশাশুনি প্রতিনিধি :
শাশুনির পাইথালীতে মুজিব শর্তবর্ষ উদযাপন উপলক্ষে লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ১ম সেমি-ফাইনাল শুভ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আবুহেনা সাকিল। শনিবার সাইক্লোন সেল্টার মাঠে উপজেলার বুধহাটা ইউনিয়নের পাইথালী মিলন মহাল যুব সংঘের আয়োজনে মুজিব শর্তবর্ষ উদযাপন উপলক্ষে লক্ষ টাকার ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় আশাশুনি বুধহাটা আই,বি.বি.এল এন্ড বিসমিল্লাহ ফার্মেসী একাদশকে ০-১ শূন্য গোলে হারিয়ে সাতক্ষীরা সদর উপজেলার জি,ফুল বাড়িয়া বন্ধু মহাল ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।
খেলায় উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধান অতিথি শ্রীউলা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু হেনা শাকিল। অবসর প্রাপ্ত সেনা সদস্য অলিউল ইসলামের সভাপতিতে পাইথালী মিলন মহাল যুব সংঘের সাধারন সম্পাদক নাজমুল হুদার পরিচালনায় খেলায় বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ পাড়, সাবেক প্রধান শিক্ষক রইসউদ্দীন, সহকারী শিক্ষক গাওসুল আলম, সাবেক সেনা সদস্য মিলন মন্ডল ইউপি সদস্য আলতাফ হোসেন, মতিয়ার রহমান, আশাশুনি রিপোর্টাস ক্লাবের সহ-সভাপতি এম এম সাহেব আলী, স্বাস্থ্য পরিদর্শন আবু মুছা, পাইথালী মিলন মহাল যুব সংঘের সভাপতি জিয়ারুল ইসলাম জিয়ারুল ইসলাম, সহ-সভাপতি এ্যাডঃ জাকারিয়া আহম্মেদ, ক্যাশিয়ার পিন্টু কুমার দাশ, প্রচার সম্পাদক বেলাল হোসাইন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মিজানুর ইসলাম, ছাত্রলীগ নেতা আছশাফুজ্জামান তাজসহ প্রমুখ। খেলা পরিচালনা করেন রেফারি পিপুল খান, সহকারী রেফারি আনিছুর রহমান, ইয়ামিন হোসেন, দেব প্রসাদ সানা। ধারভাষ্যে ছিলেন আশরাফ হোসেন ও আছাদুল ইসলাম। একই মাঠে আগামী ২৩ জানুয়ারী শনিবার সাতক্ষীরা তালা সৈকত ফুটবল একাডেমি বনাম একই উপজেলার ফুলবেড়িয়া বন্ধু মহাল যুব সংঘ অংশগ্রহনে দ্বিতীয় সেমি-ফাইনাম খেলা অনুষ্ঠিত হবে।