কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে আসন্ন কুলিয়ারচর পৌরসভা নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনিত মেয়র প্রার্থী নূরুল মিল্লাত এক সংবাদ সম্মেলন করেন। বিএনপি’র পৌরশাখা কতৃক আয়োজিত উপজেলা বিএনপি কার্যালয়ে আজ ১৫ জানুয়ারী শুক্রবার বেলা সাড়ে ১১ টায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে পৌর মেয়র প্রার্থী নূরুল মিল্লাত তার লিখিত বক্তব্যে বলেন, আচরণ ও স্বাস্থ্য বিধি মেনে নির্বাচনে আমরা প্রচার- প্রচারণা চালিয়ে আসছি।
কিন্তু সম্প্রতি ১৩ জানুয়ারী ভোরে কামালিয়াকান্দি গ্রামের ৮ নং ওয়ার্ড সভাপতি মানিক মিয়ার বাড়িতে পুলিশের পোষাক পরিহিত কয়েকজন তাকে নানা হুমকী ধমকী দিয়ে বাড়ি ছেড়ে দিতে বলে। ওই রাতেই ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেনের বাড়িতে গিয়ে তাকে বাড়িতে না পেয়ে বাড়ির লোকজনকে হুমকী দেয় সে যেন ১৬ তারিখ ভোট কেন্দ্রে উপস্থিত না হয়।
পৌর বিএনপি’র সাবেক সদস্য মোঃ খোকন মিয়ার বাড়িতে গিয়ে তাকে হুমকী প্রদান সহ চর- থাপ্পর সহ লাঠিপেটা করে। ১২ তারিখ রাত পৌনে তিনটায় পৌর যুবদলের সভাপতি মোঃ কামাল হুসেন ও পৌর যুবদলের সদস্য বুরহান মিয়ার বাড়িতে গিয়ে সিভিল বেশে কিছু সংখ্যক লোক পুলিশ পরিচয় দিয়ে কেন্দ্রে যেতে নিষেধ করা সহ আমাদের অনান্য নেতা- কর্মীদের হুমকী- ধমকী দিয়ে আসছে।
ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে, ভোট গ্রহণের জন্য মনোনিত ৭ জন শিক্ষককে বিনা কারণে ভোট গ্রহণ কার্যক্রম হতে অব্যহতি প্রদান করা হয়েছে। আমরা ভোটের দিন কেন্দ্রের পরিস্থিতি নিয়ে সঙ্কিত। আমরা আপনাদের মাধ্যমে প্রশাসন সহ নির্বাচনে সংশ্লিষ্ট সকলের নিকট একটি নিরপেক্ষ, সুন্দর নির্বাচন উপহার দেওয়ার আহ্বান জানাচ্ছি। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সে লক্ষে স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানাচ্ছি।