হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরায় আওয়ামী মৎস্যজীবি লীগের সভা অনুষ্টিত

তপন চক্রবর্তী বিশেষ প্রতিনিধি :

সাতক্ষীরায় আওয়ামী মৎস্যজীবি লীগের সভা অনুষ্টিত হয়েছে। বুধবার সকালে সাতক্ষীরা জেলা পরিষদ হলরুমে জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তি যোদ্ধা আব্দুল মান্নানের আহবানে এ সভা অনুষ্টিত হয়।

সাতক্ষীরা জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সহসভাপতি মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে ও তালা উপজেলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক সেকেন্দার আবু জাফর বাবু’র পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবি লীগের সহ-সম্পাদক মো. আয়ুব আলী খান।

সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী মৎস্যজীবি লীগের জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, দেবহাটা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুলল ইসলাম, তালা উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি শেখ সাজ্জাত হোসেন, আশাশুনি উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি শিবপদ মন্ডল, তালা উপজেলা আওয়ামী মৎস্যজীবি লীগের সাংগঠনিক সম্পাদক হামিদুউজ্জামান সুজন, সদস্য প্রণয় কবিরাজ, নয়ন আকাশ আকুঞ্জি, দিপায়ন কুমার মন্ডল প্রমূখ।
সভায় আগামী জেলা সম্মেলনে প্রস্তুতি নিতে সকলকে আহব্বান জানানো হয়।

এছাড়াও অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তি যোদ্ধা মুনসুর আহম্মেদের আশু রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
সভায় প্রধান অতিথি জেলা কমিটি গঠনে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন