কিশোরগঞ্জ প্রতিনিধি :
ইভিএম-এ ভোট প্রদান কার্যক্রম এখনো জনপ্রিয় হতে পারেনি কুলিয়ারচরের পৌর ভোটারদের কাছে। কিশোরগঞ্জ জেলার মধ্যে কুলিয়ারচরে এই প্রথম হতে যাচ্ছে ইভিএম মেশিনের মাধ্যমে নির্বাচনে ভোট। “ইভিএম-এ ভোট প্রদান সহজ ও নির্ভরযোগ্য” এর প্রচারপত্র বিতরণ সহ উপজেলা নির্বাচন অফিসের সামনে ইভিএম প্রদর্শনী করা হলেও এখন পর্যন্ত অনেক ভোটার জানেনা ইভিএম এর ব্যাবহার।
দ্বিতীয় ধাপে হতে যাওয়া কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর নির্বাচনের ভোট গ্রহণ হতে যাচ্ছে আগামী ১৬ জানুয়ারী শনিবার। নির্বাচনের মাত্র আর ২ দিন বাকী থাকলেও অনেক ভোটার এখনো জানেনা ইভিএম মেশিনের মাধ্যমে ভোট প্রদান পদ্বতি কিংবা এর ব্যাবহার। সহজ ব্যাবহার, জাল ভোটের ভয়, ইভিএম মেশিন ছিনতাই, মৃত ব্যাক্তির ভোট প্রদান থেকে সুরক্ষা পাওয়া গেলেও নতুন হওয়ায় ইভিএম সম্পর্কে ধারণা নেই অনেক ভোটারদেরই।
কুলিয়ারচর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ বছর ২৫১৪৩ জন ভোটার রয়েছে পৌর সভায়। এর মাঝে ১২৬০০ জন পুরুষ ও ১২৫৪৩ জন নারী ভোটার ইভিএম এর মাধ্যমে তাদের ভোট প্রদান করবেন। ইভিএম- এ ভোটারদের আগ্রহ বাড়াতে নির্বাচন অফিস প্রচার- প্রচারণা চালাচ্ছে।
s
