হোম অন্যান্যসারাদেশ কলারোয়া পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর লিফলেট বিতরণ ও নির্বাচনী কার্যালয় উদ্বোধন

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:

কলারোয়া পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর লিফলেট বিতরণ ও নির্বাচনী কার্যালয় উদ্বোধনসহ বিভিন্নভাবে প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে। মঙ্গলবার(১২ জানুয়ারী) সকাল থেকে বিভিন্ন বাড়িতে বাড়িতে ও পৌর সদরে পথচারীসহ দোকানে দোকানে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ ও কূশল বিনিময় করা হয়।

এ সকল প্রচার-প্রচারণায় উপস্থিত ছিলেন, আ’লীগ মনোনীত নৌকা মার্কার মেয়র পদ প্রার্থী মাস্টার মনিরুজ্জামান বুলবুল, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, যুবলীগ নেতা শেখ মাসুমুজ্জামান মাসুম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আশিকুর রহমান মুন্না,আ’লীগ নেতা আব্দুস সালামসহ আ’লীগ,যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।

এ দিকে পৌর সদরে সন্ধ্যায় বিশাল প্রচার মিছিল,গণসংযোগসহ সরকারি কলেজ সংলগ্ন এলাকায় নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

এ সময় উপস্থিত ছিলেন, নির্বাচনী প্রচারনা কমিটির সচিব কলারোয়া পাবলিক ইনস্টিটিউট সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, নির্বাচন কমিটির সদস্য আবু বক্কর ছিদ্দিকী লাভলু, আ’লীগ নেতা তারেক হোসেনসহ কর্মীবৃন্দ। নৌকা প্রতীকের প্রার্থীর সকল প্রচার-প্রচারণায় কলারোয়া পৌর সভার উন্নয়নকে অব্যাহত রেখে আগামীতে জয়ী হয়ে পৌরসভাকে মডেল পৌর সভায় পরিনত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন