হোম অন্যান্যসারাদেশ জমজমাট শৈলকুপা পৌর নির্বাচন, ভোট প্রার্থনায় ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি :

দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে, ঝিনাইদহের শৈলকুপা পৌর নির্বাচন। জমে উঠেছে প্রার্থীদের প্রচার প্রচারণা। আগামী ১৬ জানুয়ারী প্রথম শ্রেণীর এ সভায় ভোট গ্রহন হবে। এবারেই প্রথমবারের মতো এ পৌরসভায় ইভিএমে ভোট গ্রহণ হবে। শৈলকুপা পৌরসভার মোট ভোটার সংখ্যা রয়েছে ২৮ হাজার ৬ শত ৩২ জন। পুরুষ ১৪ হাজার ১‘শত ১৩ জন ও মহিলা ভোটার রয়েছে ১৪ হাজার ৫‘শত ১৮ জন। শৈলকুপা পৌরসভায় মেয়র পদে লড়ছেন ৪ জন। সাধারন কাউন্সিল পদে ৩৬ জন ও সংরক্ষিত পদে লড়ছেন ১২ জন। মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান মেয়র কাজী আশরাফুল আজম, স্বতন্ত্র প্রার্থী হিসবে জগ প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগ থেকে সদ্য বহিস্কৃত থেকে নেতা তৈয়বুর রহমান খান, ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খলিলুর রহমান ও লাঙ্গল প্রতীক নিয়ে লড়ছেন পৌর জাতীয় পার্টির সভাপতি আবু জাফর।

নির্বাচনী হালচাল নিয়ে থাকছে পৌর এলাকার ২নং ওয়ার্ড এর বিশেষ প্রতিবেদন :

পৌর এলাকার ২নং ওর্য়াড একটি জনগুরুত্বপূর্ণ ওয়ার্ড। কাজীপাড়া, মধ্যপাড়া ও চতুড়া ৩টি গ্রাম নিয়ে এ ওয়ার্ড গঠিত। এ ওয়ার্ডে নারী পুরুষ মিলে ভোটার সংখ্যা ২ হাজার ২শত ৩৩টি। এ ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্ব›দ্বীতা করছেন ৩ জন প্রার্থী। তার মধ্যে ডালিম প্রতীক নিয়ে বর্তমান প্যানেল মেয়র খন্দকার রাকিবুল ইসলাম, পানির বোতল প্রতীক নিয়ে আব্দুল হাই ও উটপাখি প্রতীক নিয়ে মতিয়ার রহমান। এছাড়া সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড থেকে ৪ জন প্রতিদ্ব›দ্বীতা করছেন। তারা হলেন চশমা প্রতীক নিয়ে বর্তমান কাউন্সিলর আঞ্জুয়ারা বেগম, জবা ফুল প্রতীক নিয়ে রীনা খাতুন, টেলিফোন প্রতীক নিয়ে ঝরনা খাতুন ও আনারস প্রতীক নিয়ে রোকেয়া বেগম প্রতিদ্ব›দ্বীতা করছেন।

সরেজমিনে ২নং ওর্য়াড ঘুরে দেখা যায়, প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে পাড়া মহল্লার অলিতে গলিতে। ভ্যানগাড়ি ও ইজিবাইকে চলছে প্রার্থীদের প্রচার মাইক। চায়ের দোকানে বসে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রার্থীদের নিয়ে চালাচ্ছে ভোটের চুলচেরা বিশ্লেষণ।

এ ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত ও বর্তমান প্যানেল মেয়র খন্দকার রাকিবুল ইসলাম জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করে বলেন, ১৬ তারিখ শনিবার সকাল সকাল ভোট কেন্দ্রে এসে নৌকা ও তার নির্বাচনী প্রতীক ডালিম মার্কায় ভোট দিয়ে পুনরায় ওয়ার্ডবাসীকে সেবা করার সুযোগ দিতে ভোটাদের প্রতি তিনি আহবান জানান। অপরদিকে অন্য দুই প্রার্থী আব্দুল হাই ও মতিয়ার রহমান তাদের ব্যক্তিগত সমস্যার কথা জানিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজী হয়নি।

এছাড়া সংরক্ষিত আসনে ৪ জন প্রার্থী বর্তমান কাউন্সিলর আঞ্জুয়ারা বেগম, নতুন মুখ রীনা খাতুন, ঝরনা খাতুন ও রোকেয়া বেগম তাদের নিজ নিজ জায়গা থেকে জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করেছেন।

শৈলকুপা উপজেলা নির্বাচন কর্মকর্তা জুয়েল আহমেদ বলেন, প্রথম ইভিএম পদ্ধতিতে শৈলকুপা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ এবং সুষ্ঠ করার লক্ষে ইতোমধ্যে সকল ধরনের প্রস্ততি সম্পন্ন করেছে। নির্বাচনে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সম্পন্ন করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাইট- খন্দকার রাকিবুল ইসলাম- আওয়ামী লীগ- ডালিম
অন্য দুই প্রার্থী আব্দুল হাই ও মতিয়ার রহমান এর ছবি সংযুক্ত।

সংরক্ষিত: বর্তমান কাউন্সিলর আঞ্জুয়ারা বেগম- চশমা
নতুন মুখ :
রীনা খাতুন- জবা ফুল
ঝরনা খাতুন-টেলিফোন
রোকেয়া বেগম- আনারস

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন