হোম অন্যান্যসারাদেশ বহিরাগতদের প্রবেশ ঠেকাতে হিমশিম খাচ্ছে ডুমুরিয়া থানা পুলিশ

বহিরাগতদের প্রবেশ ঠেকাতে হিমশিম খাচ্ছে ডুমুরিয়া থানা পুলিশ

কর্তৃক
০ মন্তব্য 108 ভিউজ

এনামুল বাসার টিটো,ডুমুরিয়া :

বহিরাগতদের প্রবেশ ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে ডুমুরিয়া থানা পুলিশকে। জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ যানবাহন চেক করছে। তবুও ঠেকাতে পারছেনা বহিরাগতদের প্রবেশ। জানাজায়,খুলনা জেলা প্রশাসকের পক্ষ থেকে খুলনা জেলাকে লক ডাউন ঘোষণা করায় ডুমুরিয়া থানা পুলিশের পক্ষ থেকে থানার গুরুত্বপূর্ণ স্থানে স্থানে চেক পোষ্ট বসানো হয়।

প্রতিদিন রাতে থানার একটি পেট্রোল টিম চুকনগর বাসষ্ট্যাণ্ডে যানবাহন চেক করে থাকে। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে এস আই আইয়ুব খান ও এস আই ইলিয়াস এর নেতৃত্বে একদল পুলিশ যানবাহন চেক করতে থাকে। রাত ১২টার দিকে যশোরের দিক থেকে আসা কয়েকটি ট্রাক ও পিকআপ থামিয়ে চেক করতে থাকে। এর মধ্যো দুটি পিকআপের ভীতর মানুষ ভত্তি ছিল। প্রতিটি পিকআপের ভীতর প্রায় ৫০জনের মতো নারী,পুরুষ ও শিশু ছিল।

পরে পুলিশের পক্ষ থেকে তাদের কাছে জানতে চাইলে,তারা বলে আমরা লোহাগড়ার একটি ইট ভাটা থেকে এসেছি,পাইকগাছায় যাবো। পাইকগাছা খুলনার জেলার ভীতর তাই পুলিশের পক্ষ থেকে তাদেরকে বুঝিয়ে ব্যাকে ফেরত পাঠানো হয়। পিকআপ দুটির পিছনের দিকে মালপত্র রেখে তাবু দিয়ে বিশেষ পন্থায় ঢাকা ছিল। দেখলে মনে হবে মালবাহী পিকআপ।

এর পর আরও কয়েকটি পিকআপ আসতে দেখা গেলো কিন্তু পিকআপ গুলো পুলিশ সিগনাল দিয়ে থামাতে পারলোনা। পিকআপ গুলো ছিল দ্রুত গতি সম্পন্ন। একটি পিকআপের ভীতর লোক আছে বুঝতে পেরে রাস্তার মাঝখানে যেয়ে পিকআপটি থামাতে যেয়ে অল্পের জন্য জীবনে রক্ষা পায় পুলিশ কনষ্টেবল রিজু মোল্যা। এভাবে জীবনের ঝুঁকি নিয়ে বহিরাগত অনুপ্রবেশ ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে ডুমুরিয়া থানা পুলিশকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন