কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেনের, সাথে কলারোয়া প্রেসক্লাব সদস্যদের এক সৌজন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ জানুয়ারী) বেলা ১২টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে শেখ আমজাদ হোসেন, কলারোয়া পৌরসভায় মানুষের জীবনমানের আধুনিকায়ন বিষয়ে আলোচনা করেন।
পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা, নিরাপদ পানি সরবরাহ, যানজট নিরসনসহ শহর উন্নয়নে নানামুখি পরিকল্পনার কথা তুলে ধরেন। শেখ আমজাদ হোসেন, বেত্রবতী নদীতে একাধিক ব্রিজ নির্মাণ পরিকল্পনার কথা বলেন। একাধিক ব্রিজ নির্মাণের মধ্য দিয়ে পৌরসভার যানজট কমে আসবে বলে তিনি উল্ল্যেখ করেন। অত্যাধুনিক ও মডেল পৌরসভা বিনির্মাণের স্বপ্ন দেখে চলেছেন তিনি নিরন্তর। এজন্য তিনি পৌরবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।
আলোচনা শেষে কলারোয়া প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সবধরনের সহায়তার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ, সহ.সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, কোষাধ্যক্ষ এমএ সাজেদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, প্রচার সম্পাদক আকবর আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হোসেন, সাংবাদিক মাস্টার সাইফুল ইসলাম, মাস্টার শেখ শাহাজাহান আলি শাহিন, মিয়া ফারুক হোসেন স্বপন, তরিকুল ইসলাম, রাজু রায়হান, সেলিম খান, ইউপি সদস্য আঃ সাত্তার।
s