হোম অন্যান্যসারাদেশ খুলনায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

খুলনা অফিস :

খুলনার ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন বালু ব্যবসায়ী নিহত হয়েছেন। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বালিয়াখালী ব্রীজের পশ্চিম প্রান্তে গতকাল রোববার সকালে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, খুলনার কৈয়া বাজার থেকে বালু ব্যাবসায়ি বিল্লাল শিকদার (২৮) খুলনা-ল- ১১-৩০৮২ নম্বর মোটরসাইকেল যোগে চুকনগর অভিমুখে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থালে পৌছুলে পাইকগাছা থেকে ছেড়ে আসা খুলনাগামী ঢাকা মেট্রো-১১-১৮৬৬ নম্বর যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলটি ছিটকে গিয়ে ভেঙ্গেচুরে যায়। এসময় বিল্লাল, প্রচন্ড আঘাত পেয়ে গুরতর আহত হন। খবর পেয়ে চুকনগর হাইওয়ে থানা পুলিশ ও ডুমুরিয়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে পাঠায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি ঝিনাইদহ সদর উপজেলার জিতড় গ্রামের আব্দুর রহমান শিকদারের ছেলে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন