হোম অন্যান্যসারাদেশ মাগুরায় মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের ভাতাপ্রাপ্ত ১৫’শ উপকারভোগীদের জন্য ৩ দিনব্যাপী হেল্থ ক্যাম্প

মাগুরা অফিস :

মাগুরায় মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের ভাতাপ্রাপ্ত ১ হাজার ৫০০ উপকারভোগীদের জন্য ৩ দিনব্যাপী হেল্থ ক্যাম্প শুরু হয়েছে। আজ রবিবার দুপুরে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে এ ক্যাম্পের উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী রওশন আক্তার।

জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুলিয়া সুকাইনা, জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়াল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়,‘কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল’ কর্মসূচির আওতায় মাগুরা পৌরসভায় ২০১৯-২০২০ অর্থ বছরে ভাতাপ্রাপ্ত উপকারভোগীদের জন্য ৩ দিনব্যাপী এ হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এ ক্যাম্পে থেকে নারী ও শিশুদের বিভিন্ন রোগের চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করছেন মাগুরা সদর হাসপাতালের ডাক্তার অন্তরা বিশ্বাস ও ডাক্তার শামান্ত আমিন। আগামী ৫ জানুয়ারী পর্যন্ত এ হেল্থ ক্যাম্প চলবে।

এছাড়া সকালে মাগুরার শ্রীপুরের কল্যাণপুর গ্রামে মুজিব বর্ষে গৃহহীনদের মাঝে সরকারের সচিবগনের গৃহ উপহার কমসূচির আওতায় গৃহহীন জাহেদা বেগম নামে বৃদ্ধাকে একটি ঘর উপহার দিয়েছেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাগুরার শ্রীপুরের কল্যাণপুর গ্রামের কৃতিসন্তান কাজী রওশন আক্তার তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ৩ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে নির্মিত এ ঘর প্রতিবেশী জাহেদা বেগমকে উপহার দেন।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন