হোম অন্যান্যসারাদেশ আশাশুনির বড়দলে জমিজমা নিয়ে প্রতিপক্ষের বেপরোয়া মারপিটে একই পরিবারের ৪জন জখম

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

আশাশুনির বড়দলে জমিজমা নিয়ে প্রতিপক্ষের বেপরোয়া মারপিটে একই পরিবারের চারজন গুরতর জখম হয়েছে। জখমিদের মধ্যে বৃদ্ধ মহেন্দ্র রায়ের অবস্থা অত্যন্ত আশাংকা জনক। এ ঘটনাটি ঘটেছে গতকাল সকালে উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া গ্রামে।

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগে জানা গেছে, বুড়িয়া গ্রামের মহেন্দ্র নাথ রায়ের পুত্র বিকাশ চন্দ্র রায়ের পরিবারের সাথে একই গ্রামের মৃত হরিমোহন রায়ের পুত্র পঞ্চানন রায়ের ভিটাবাড়ির জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়নের চেয়ারম্যানের অভিযোগ করলে শালিসে বৈঠকে উভয় পক্ষ নিয়ে জমিজমার কাগজ পত্র পর্যালোচনা করে বিকাশের পরিবারের পক্ষে রায় প্রদান করেন।

শালিসের রায় অমান্য করে ঘটনার দিন সকালে দুর্দান্ত ভূমিদুস্য আইন অমান্যকারী এলাকার ত্রাস পঞ্চানন রায়ের নেতৃত্বে জয়প্রকাশ রায়, ভঞ্জন রায়, দিপালী রায়, মনিন্দ্রনাথ রায়, রায়হান সহ অজ্ঞাত নামা ৩/৪ জন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বিকাশদের স্বত্ব-দখলীয় ভিটাবাড়িতে অনধিকারভাবে প্রবেশ করে ঘেরা-বেড়া ও গাছপালা কাটতে থাকলে যেতে থাকলে বাধা দেওয়ায় প্রতিপক্ষরা চরম ক্ষিপ্ত হয়ে বৃদ্ধ মহেন্দ্র নাথ রায় ও তার স্ত্রী কুসুম রায়, পুত্র মৃনাল রায় ও ভক্ত রায়কে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে মারাত্মক জখম করে।

জখমীদের মধ্যে বৃদ্ধ মহেন্দ্র রায়ের অবস্থা অত্যন্ত আশাংকা জনক এরপর মারপিটকারীরা পঁয়তাল্লিশ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন, নগদ দশ হাজার পাঁচশত টাকা নেওয়াসহ ঘেরা-বেড়া গাছগাছালি কেটে বিশ হাজার টাকার ক্ষতি সাধন করে। জখমিদের আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে বিকাশ চন্দ্র রায় বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে ও ৩/৪ জনকে অজ্ঞাত নামা আসামী করে থানায় লিখিত এজাহার দায়ের করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন