চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ
নতুন বছরের প্রথম দিন, শুরু হয়েছে দেশব্যাপী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের উৎসব।
সারা দেশের ন্যায় ভোলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৪ লক্ষ শিক্ষার্থীর মধ্যে নতুন বই বিতরণ শুরু হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে নতুন এ বই বিতরণ করেন জেলার বিভিন্ন স্কুলের শিক্ষকরা।
জানা যায়, করোনা মহামারীর কারণে এ বছর জেলার বিদ্যালয়গুলোতে কোন বই উৎসব পালিত হয়নি।
এদিকে চরফ্যাসনে সামাজিক দূরত্ব বজায় রেখে ৩৭নং আছলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বছরের বই বিতরণ করা হয় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে।
এসময় আছলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরে আলম মাষ্টার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবুল ফারাহসহ সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, সারা বছর স্কুলে আসতে না পারলেও বছরের প্রথম দিন নতুন বই পেয়ে শিক্ষার্থীদের চোখে মুখে খুশির আভা দেয় ।
s
