মাগুরা অফিস :
নারীমুক্তি আন্দোলনের পথিকৃৎ বেগম রোকেয়ার ১৪০তম জন্ম ও ৮৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার মিলনায়তনে জেলা বাসদের উদ্যোগে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
বাসদ কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদের সভাপতি মমতাজ বেগম, বাংলাদেশ জাসদ মাগুরা জেলার সভাপতি এটিএম মহব্বত আলী, বিশিষ্ট সমাজসেবক কামরুজ্জামান চপল, সিপিবি নেতা আনিসুর রহমান, সাংবাদিক রূপক আইচ প্রমুখ।
আলোচনাসভায় বক্তারা জানান, নারীকে মুক্ত করা ও সমাজকে উন্নত করার জন্য বেগম রোকেয়ার শিক্ষা আজ আমাদের বড় প্রয়োজন। শোষণ, নির্যাতন, ও বৈষম্যের বিরুদ্ধে নারী-পুরুষের মিলিত সংগ্রামে স্বাধীনতা ও মানবতার দাবি আদায় করতে হবে।
s
