হোম অন্যান্যসারাদেশ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গঠিত ডুমুরিয়া উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গঠিত ডুমুরিয়া উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত

কর্তৃক
০ মন্তব্য 130 ভিউজ

ডুমুরিয়া প্রতিনিধি :

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গঠিত ডুমুরিয়া উপজেলা কমিটির এক সভা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাহানাজ বেগম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী বাবু নারায়ণ চন্দ্র চন্দ -এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) সঞ্জিব দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সুফিয়ান রুস্তম, উপজেলা কৃষি কর্মকর্তা মোসাদ্দেক হোসেন, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ,

ইউপি চেয়ারম্যান মোল্যা রেজোয়ান হোসেন, খান শাকুর উদ্দিন, মোস্তফা কামাল খোকন, শেখ দিদারুল হোসেন দিদার,এ্যাডঃ প্রতাপ কুমার রায়, শেখ আবুল হোসেন, সুরঞ্জিত কুমার বৈদ্য, জয়নাল আবেদিন, হিমাংশু বিশ্বাস, গাজী হুমায়ুন কবির বুলু, শিক্ষক নেতা দেবাশীষ চন্দ, আওয়ামীলীগ নেতা আছফর হোসেন জোয়ারদার প্রমুখ। এছাড়া সভায়,স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গৃহীত ব্যবস্থা ও করণীয় সম্পর্কে মতামত গ্রহণ এবং সরকারি ত্রাণ সুষ্ঠুভাবে বিতরণের উপর গুরুত্বারোপ করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন