মাগুরা অফিস :
মাগুরায় গণতন্ত্রের বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকালে জেলা আওয়ামীলীগ শহরে আনন্দ শোভাযাত্রা করে। শোভাযাত্রা শেষে শহরের নোমানী ময়দানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, এ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে গণতন্ত্র এখন সুসংহত। প্রধানমন্ত্রীর দক্ষতায় নিজেদের অর্থায়নে পদ্মা সেতুসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তারা।
s