মোল্লাহাট(বাগেরহাট) প্রতিনিধি :
(তারিখ ২৯ ডিসেম্বর ২০২০ইং) বাগেরহাটের মোল্লাহাটে দীর্ঘদিনের জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় কলেজ ছাত্র নিহত হয়েছে, গুরতর আহত হয়েছে নিহতের মা,বাবা ও বড়ভাই। ঘটনাটি ঘটেছে উপজেলাধীন সরসপুর গ্রামে।
ঘটনাস্থলে খোজনিয়ে এবং ভূক্তভোগীর পরিবার সূত্রে জানাগেছে উক্ত গ্রামের পিকিং বিশ্বাস গত রবিবার একই উঠানের সাখায়াত মুন্সির সুপারী গাছ থেকে জোর করে সুপারী পাড়তে যায়। এ সময় সাখায়াত মুন্সি বাধা দেয় এবং বলে এই জমি ও গাছ আমার, তুমি মামলা করে এবং সামাজিক বিচারে হেরে গেছো, তারপর ও তোমার দাবী থাকলে গ্রামের লোকজনকে জানাও তারা মিমাংসা করে দেবে।
কিন্তু পিকিং বিশ্বাস কোন কথা না শুনে পরিকল্পিত ভাবে বিকালে দা, লাঠি, হাতুড়ী সহ তার লোক আদর আলী, কালু, জাহিদ, মামুন সহ ২৫-৩০ জন সাথে নিয়ে সাখায়াত মুন্সির বাড়ী ঘরে ঢুকে অতর্কিত হামলা চালায় এবং বেধড়ক মারপীট করতে থাকে।
একপর্যায় প্রতিবেশীরা খবর পেয়ে ছুটে এসে গুরুতর আহত অবস্থায় সাখায়াত মুন্সি (৬০) তার স্ত্রী রেক্সোনা বেগম, দুই ছেলে রাইসুল ইসলাম ও আজিজুল হক লাদেন (১৭) কে মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়েই খুমেকে রেফার্ড করা হয়। সেখান থেকে লাদেন এর অবস্থা আরো অবনতি হলে তাকে ঢামেকে রেফার্ড করা হয়।
সোমবার ঢাকা নেওয়ার পথে বিকালে আরিচা পর্যন্ত গেলে লাদেন এর মৃত্যু হয় বলে তার স্বজনরা জানিয়েছে। তার লাশ পুনরায় খুমেকে এনে ময়না তদন্ত শেষে মঙ্গলবার রাতে দাফন করা হয়। এ ঘটনায় মোল্লাহাট থানায় মামলা হয়েছে মামলা নং-০৫, তারিখ-২৮/১২/২০২০ইং। হামলাকারী আসামীরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে তাদের গ্রেফতারের জোর চেষ্টা চালাচ্ছে মোল্লাহাট থানা পুলিশ। জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ কাজি গোলাম কবীর।