হোম অন্যান্যসারাদেশ লড়াইয়ে মূলত দুইজন

মোংলা প্রতিনিধি :

দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে মোংলা পোর্ট পৌরসভার নির্বাচন। এ জন্য আ’লীগ ও বিএনপির লোকসহ মোট পাঁচজন মেয়র পদে প্রতিদ্বন্ধি করতে মনোনয়ন জমা দেন। গত ২২ ডিসেম্বর যাচাই বাছাই শেষে বাগেরহাট নির্বচান কার্যালয় থেকে মেয়র প্রার্থী শেখ কামরুজ্জামান জসিমের মনোনয়ন বাতিল করা হয়।

বাকি চারজনের মনোনয়ন বৈধ ঘোষনা করা হলেও মঙ্গলবার (২৯ ডিসেম্বর) স্থানীয় সাংবাদিক নেতা এইচ এম দুলাল মনোনয়ন প্রত্যাহার করে নেন।

বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফরাজি বেনজির আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন। এদিকে অপর মেয়র প্রার্থী মোঃ মাকসুদুর রহমান গামা বিএনপির প্রার্থী মোঃ জুলফিকার আলীর, ড্যামি প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাহার করেননি। তবে নির্বাচনের মাঠে থাকবেন মূল প্রার্থী আ’লীগের শেখ আব্দুর রহমান এবং বিএনপির মোঃ জুলফিকার আলী।

মেয়র পদে লড়তে এই দুজনই মূল প্রতিদ্বন্ধি হিসেবে নির্বাচন করবেন। এদিকে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ৯ টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জনের মধ্যে ৮ জন এবং সংরক্ষিত কাউন্সিলর ১৪ জনের মধ্যে ২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নেন।

মোংলা পোর্ট পৌরসভায় মোট ৩১ হাজার ৫২৮ জন ভোটারের মধ্যে পুরষ ১৬ হাজার ৬৮১ জন এবং ১৪ হাজার ৮৪০ জন নারী ভোটার ইভিএমের (ইলেট্রনিক ভোটিং মেশিনে) মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানান বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফরাজি বেনজির আহম্মেদ।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন