মাগুরা অফিস :
আসন্ন মাগুরা পৌরসভা নির্বাচনে ৪ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। গত ২০ ডিসেম্বর ৩ মেয়র প্রার্থীসহ ৯টি ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্যসহ কাউন্সিলার পদে ৫১ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বুধবার প্রার্থদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।
জেলা নির্বাচন অফিসার অলিউল ইসলাম জানান, আজ মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নির্বাচন থেকে ৪ জন কাউন্সিলার প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। প্রত্যাহারকারীরা হলেন, সংরক্ষিত নারী (১,২,৩) ওয়ার্ডের কাউন্সিলার প্রার্থী সৈয়দা কোবরা জাহান শিমু, ২ নং ওয়ার্ডে আলী আহমেদ আহাদ, ৩ নং ওয়ার্ডের রবিউল আজম খান ও শওকত হোসেন।
এ নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৫৪ জন প্রার্থী ছিল। প্রত্যাহারের পর ৫০ জন চুড়ান্ত প্রার্থী হিসেবে থাকছেন। নির্বাচনে ৩ জন মেয়র প্রার্থী ও ৪৭ জন কাউন্সিলার প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। আজ বুধবার প্রার্থদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা প্রচার প্রচারণা চালাবেন।
মাগুরার একমাত্র এ পৌরসভার ৩৫ ভোট কেন্দ্রে আগামী ১৬ জানুয়ারী ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন হবে। মাগুরা পৌরসভায় বর্তমানে ৭৬ হাজার ৮৩৫ জন ভোটার রয়েছে।
s