কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এহসানুল হক নামে ১ কয়লা শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আরেক শ্রমিক। নিহত ও আহতরা চাচা ভাতিজা।
নিহত এহসানুল হক সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলার সিরাজপুর বাগগাও গ্রামের হিরো মিয়ার ছেলে। আহত আজিজুল হক একই গ্রামের বাসিন্দা।
আহত আজিজুল হক জানান, তারা ২ জন ভৈরব পুরাতন ফেরীঘাটে কয়লা শ্রমিকের কাজ করে দেড় হাজার টাকা উপার্জন করেছে।
ওই টাকা নিয়ে তারা ২ জন গ্রামের বাড়িতে যাওয়ার জন্য সোমবার রাতে ভৈরবের সিলেট বাসষ্ট্যান্ডে যায়। সেখান থেকে দূর্জয় মোড়ে ঔষধের দোকান থেকে ওষুধ কিনে আনতে যায় এহসানুল হক।
সে সময় নুরানী মসজিদের সামনে ছিনতাইকারীরা আজিজুলকে একা পেয়ে মারধর করতে থাকে। আজিজুলের চিৎকারে নিহত এহসানুল এগিয়ে এলে ছিনতাইকারীরা এহসানুলকে বুকে ও পায়ে ছুরিকাঘাত করলে সে সড়কে লুটিয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভৈরব থানা ইনচার্জ মোঃ শাহিন জানান, কি কারণে এ হত্যাকান্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
s