মাগুরা অফিস :
মাগুরায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পরিষদের সদস্যদের নিয়ে ৩ দিনব্যাপী অবহিতকরণ কোর্সের উদ্বোধন হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ কক্ষে এ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।
সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মিনতি রাণী দত্ত প্রমুখ।
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ৩ দিনব্যাপী এ কোর্সে সদরের ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সচিব ও ১৫০ জন ইউপি সদস্য অংশ নেয়।
আয়োজকরা জানান, ৩ দিনব্যাপী এ কোর্সে স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদের ক্রমবিকাশ, বাজেট প্রণয়ন, পরিষদের চেয়ারম্যান, সদস্য, সচিব ও গ্রাম পুলিশের দায়িত্ব কর্তব্য, সামাজিক নিরাপত্তা, গ্রাম আদালত পরিচালনা, শুদ্ধাচার কৌশলের বিষয়ে অবহিত করা হবে।
s