সংকল্প ডেস্ক :
রাজধানীর গাবতলী ল্যান্ডিং স্টেশন থেকে মিরপুর বড় বাজার পর্যন্ত তুরাগ নদীর তীরে অবৈধ স্থাপনা অপসারণ করছে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে এ অভিযান শুরু হয়।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ ঢাকা নদী বন্দরের (সদরঘাট) যুগ্ম পরিচালক গুলজার আলী জানান, সকাল ১০টায় গাবতলী ল্যান্ডিং স্টেশন থেকে অভিযান শুরু হয়। এ সময় তুরাগ নদীর পাড়ে তথা নদীর সীমানা প্রাচীরের ভেতর থাকা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। এভাবে দুপুর আড়াইটা পর্যন্ত অর্ধশতাধিক স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে।
বিকেল পর্যন্ত অভিযান চলবে।
s