দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় পূর্ব শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের তিন নারীসহ মোট ৪ জনকে জখমের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার আহতদের পরিবারের পক্ষ থেকে পারুলিয়ার বশিরাবাদ গ্রামের গোলাম রব্বানী দেবহাটা থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং- ০৭।
মামলার আসামীরা হলেন, বশিরাবাদ গ্রামের অমেদ আলীর ছেলে আমিরুল ইসলাম ওরফে আমির আলী এবং তার দুই ছেলে মামুন (৩৭) ও রায়হান (২২)। এছাড়াও হামলা ও মারপিটে অংশ নেয়া কয়েকজনকে অজ্ঞাতনামা আসামী করে মামলাটি দায়ের করা হয়েছে।
এরআগে গত শুক্রবার দুপুরে এবং সন্ধ্যায় দু’দফা ভুক্তভোগী পরিবারের ওপর হামলা চালিয়ে তাদেরকে পিটিয়ে জখম করে আসামীরা। আহতদের মধ্যে গোলাম রব্বানীর স্ত্রী রেহেনা পারভীন (৪৭), তার কন্যা জোৎসনা আরা (২৮), পুত্র সাগর হোসেন (২৫) এবং পুত্রবধু জেসমিন (২৩) বর্তমানে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মামলার বাদী গোলাম রব্বানী জানান, দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ একই গ্রামের অমেদ আলীর ছেলে আমিরুল ইসলাম ওরফে আমির আলীর সাথে তাদের বিরোধ চলে আসছিলো। গত শুক্রবার দুপুর ২টার দিকে তার স্ত্রী রেহেনা পারভীন বাড়ীর পাশ্ববর্তী তাদের আত্মীয়ের মৎস্য ঘেরে গবাদি পশুর জন্য ঘাস কাটতে গেলে তাকে একা পেয়ে আমিরুলের দুই ছেলে মামুন এবং রায়হান তার ওপর অতর্কিত হামলা ও মারপিট শুরু করে।
একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললে মামুন ও রায়হান তাকে দড়ি দিয়ে পিঠমোড়া করে বেধে শারিরীক নির্যাতন চালায়। পরবর্তীতে স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়। এঘটনার পর সন্ধ্যায় আহত রেহেনা পারভীনের ছেলে সাগর হোসেন তার মাকে মারপিট ও দড়ি দিয়ে বেঁধে নির্যাতনের বিষয়ে জানতে চাইলে আসামী আমিরুল ও তার দুই ছেলে মামুন এবং রায়হানসহ অজ্ঞাত কয়েকজন মিলে প্রকাশ্য জনসম্মুখে পুনরায় রেহেনা পারভীন, তার কন্যা জোৎসনা আরা, পুত্র সাগর হোসেন এবং পুত্রবধু জেসমিনকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে।
একইসাথে তারা আহতদের বাড়ীতে হামলা ও ভাংচুর করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে রবিবার রাতে তিনি আসামীদের বিরুদ্ধে দেবহাটা থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই আসিফ মাহমুদ।
s