ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের ভ্যান চালক শেখ জিয়াউর রহমান জিয়া নিখোঁজ হওয়ার দুইদিন পর পাওয়া গেছে। তাকে ২৭ডিসেম্বর সকালে রূপসার দেবীপুর এলাকা থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএনে ভর্তি করা হয়েছে। তবে তার ভ্যানটি পাওয়া যায়নি।
স্থানীয়রা ধারনা করছেন দুষ্কৃতকারী চক্র উক্ত ভ্যান চালককে সু-কৌশলে চেতনানাশক ঔষধ ষ্প্রে করে অচেতন করে উক্তএলাকায় তাকে ফেলে রেখে ভ্যান নিয়ে সটকে পড়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি অচেতন অবস্থায় রয়েছে। উল্লেখ্য, ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ছোট বাহিরদিয়া গ্রামের ভ্যান চালক শেখ জিয়াউর রহমান জিয়া প্রতিদিনের ন্যায় গত ২৫ ডিসেম্বর সকালে ছোট বাহিরদিয়া গ্রামের গোলাপ শেখের পুত্র ভ্যানচালক জিয়াউর রহমান বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হবার পর নিখোঁজ হয়।
s