হোম অন্যান্যসারাদেশ কবি বি এম এ হালিম মারা গেছেন

কবি বি এম এ হালিম মারা গেছেন

কর্তৃক Editor
০ মন্তব্য 97 ভিউজ

মাগুরা অফিস :

মাগুরার অন্যতম কবি বি এম এ হালিম (৬৫) মারা গেছেন। শুক্রবার রাতে ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ( ইন্না লিল্লাহি……রাজিউন)। ৭ বছর আগে মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি পক্ষাগাতগ্রস্ত হয়ে পড়েন। পরবর্তিতে শহরের পারনান্দুয়ালীর নিজ বাড়িতে থেকে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছিলেন।

২২ ডিসেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে, পরে ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে নেয়া হলে শুক্রবার রাতে সেখানে তার মৃত্যু হয়। আজ শনিবার দুপুরে মাগুরা পারনান্দুয়ালি ব্যাপারীপাড়া জামে মসজিদ চত্বরে নামাজে জানাজা শেষে তাকে মাগুরায় পারানান্দুয়ালি কবরস্থানে দাফন করা হয়।

তার প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে সূর্য স্বপ্নের গল্প, নীলাঞ্জনা ও হলুদ পাখির বিয়ে। এছাড়া রকমারী গণতন্ত্রসহ সহাধিক কবিতা রয়েছে। তার মত্যুতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ড. আশরাফুল আলমসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন। মুত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন