হোম অন্যান্যসারাদেশ কালিগঞ্জের পল্লীতে জমি জায়গা সংক্রান্ত গোলযোগে

কালিগঞ্জের পল্লীতে জমি জায়গা সংক্রান্ত গোলযোগে

কর্তৃক Editor
০ মন্তব্য 118 ভিউজ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :

কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নে শীতলপুর গ্রামে জমি জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে মোঃ কোহিনুর মৃধা গং দলবদ্ধ হয়ে বয়বৃদ্ধা আব্দুর রশিদ তার স্ত্রী ও পুত্র বধূ কে বেদম মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ২৫ ডিসেম্বর শুক্রবার সকাল ৭টার দিকে শীতলপুর গ্রামে।

মারাত্মক আহত মোঃ আব্দুর রশিদ (৫৮) তার ও পুত্র বধূ কে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এঘটনায় আব্দুর রশিদ বাদী হয়ে ৬ জন কে বাদী করে শীতলপুর গ্রামের মোঃ আজিজুর রহমানের ছেলে মোঃ কোহিনুর মৃধা, তার ছেলে শাহাজালাল হোসেন, স্ত্রী আলেয়া খাতুন, আজিজুল মৃধা, ছেলে মোঃ আশরাফ মির্জা ও তার স্ত্রী রোকেয়া খাতুন, মোঃ বিল্লাল হোসেন, মোঃ তৌহিদুল ইসলাম কে অভিযুক্ত করে থানায় এজাহার দায়ের করেছে।

থানায় অভিযোগ সূত্রে জানা গেছে শুক্রবার সকাল ৭টার দিকে শীতলপুর গ্রামে মোঃ কোহিনুর মৃধা ও তার দল বল বেআইনী দলবদ্ধ হয়ে দা লাঠি শাবল নিয়ে শীতলপুর গ্রামে আব্দুর রশিদের জমিতে প্রবেশ করে তাদের সীমানা ঘেরা বেড়া গাছ পালা কেটে জমির শ্রেনী পরিবর্তন করে জমি দখলের চেষ্টা করে। তখন আব্দুর রশিদ(৫৮), তার স্ত্রী আশুরা খাতুন (৫০), তাদের কাজে বাধা দিলে অভিযুক্তরা এলোপাতাড়ি মারপিট করতে থাকলে তখন আব্দুর রশিদের পুত্র বধু শিরিনা খাতুন (২৬) ও রশিদের সহদর ভাই শফিকুল ইসলাম (৪৫) ঠেকাতে আসলে তাদের কেও এলোপাতাড়ি মারপিট ও বেআব্রæ করে রক্তাক্ত ফোলা জখম করে এবং তাদের কাছে থাকা জিনিস পত্র কেড়ে নেয়। এঘটনায় আহত বয়বৃদ্ধ আব্দুর রশিদ কালিগঞ্জ থানায় প্রাথমিক পর্যায়ে বিষয়টি অবগত করে আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। ঘটনাস্থলে কালিগঞ্জ থানার এসআই জামাল হোসেন ঘটনাস্থলে যায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন