মাগুরা অফিস :
ধর্মীয় সংগীত, বাইবেল পাঠ, প্রশংসা আরাধনা, প্রার্থনা, কেক কাটাসহ নানা আয়োজনে মাগুরায় পালিত হয়েছে খ্রীস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। তবে করোনায় পরিস্থিতির কারণে উৎসব স্বল্প পরিসরে নিয়ে আসা হয় বলে আয়োজকরা জানান।
আজ শুক্রবার সকালে শহরের দোয়ারপাড় এলাকায় মাগুরার প্রধান গীর্জায় ধর্মীয় প্রার্থনা ও নানা আনুষ্ঠানিকতায় বড়দিন পালন করেন শহরের খ্রীস্টান ধর্মালম্বীরা। সেখানে মাগুরা ব্যাপটিস্ট মন্ডলীর পালক শিমসন মুন্সীর পরিচালনায় সভায় প্রার্থনা পরিচালনা করেন প্রবীণ পালক বেভারেন্ড এম গাজী। এ বছর জেলার ২৩ টি গীর্জায় স্বল্প পরিসরে বড়দিন পালিত হয়েছে বলে জানান আয়োজকরা।
